মাধ্যমিক বাংলা সাজেশন 2024 PDF

1.53 MB / 39 Pages
0 likes
share this pdf Share
DMCA / report this pdf Report
Madhyamik Bengali Question and Answer
Preview PDF

মাধ্যমিক বাংলা সাজেশন 2024

Madhyamik’s previous years’ question papers can give you an idea about the exam pattern and the types of questions asked. It also helps in time management. Regular revision is crucial. Go through your notes, textbooks, and practice papers to reinforce what you’ve learned.

Madhyamik Bengali Gyanchakshu Question and Answer :

‘ জ্ঞানচক্ষু ‘ গল্পের রচয়িতা

(A) মহাশ্বেতা দেবী

(B) আশাপূর্ণা দেবী

(C) অনিমা দেবী

(D) লীলা মজুমদার

Ans: (A) মহাশ্বেতা দেবী

‘ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ।’- কথাটা হল

(A) তপনের মামা একজন লেখক

(B) তপনের লেখা ছাপা হয়েছে

(C) তপনের মেসো একজন লেখক

(D) সবাই তপনের গল্প শুনে হেসেছে

Ans: (C) তপনের মেসো একজন লেখক

‘ চোখ মার্বেল হয়ে যাওয়া ‘ – এর অর্থ হল

(A) চোখ পাকানো

(B) চোখ গোল গোল হয়ে যাওয়া

(C) অবাক হয়ে যাওয়া

(D) রেগে যাওয়া

Ans: (C) অবাক হয়ে যাওয়া ।

তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন

(A) অভিনেতা

(B) চিত্রপরিচালক

(C) খেলোয়াড়

(D) লেখক

Ans: (D) লেখক

তপনের লেখক মেসোমশাই হলেন তার

(A) বড়োমাসির স্বামী

(B) মেজোমাসির স্বামী

(C) সেজোমাসির স্বামী

(D) ছোটোমাসির স্বামী

Ans: (D) ছোটোমাসির স্বামী

তিনি নাকি বই লেখেন । তিনি হলেন

(A) তপনের নতুন মেসোমশাই

(B) তপনের বাবা

(C) তপন

(D)’ সন্ধ্যাতারা ‘ পত্রিকার সম্পাদক

Ans: (A) তপনের নতুন মেসোমশাই

অনেক বই ছাপা হয়েছে

(A) তপনের

(B) নতুন মেসোমশাইয়ের

(C) ছোটোমাসির

(D) মেজোকাকুর

Ans: (B) নতুন মেসোমশাইয়ের

তপন কখনো এত কাছ থেকে –

(A) জলজ্যান্ত ভূত দেখেনি

(B) সমুদ্র দ্যাখেনি

(C) জলজ্যান্ত লেখক দ্যাখেনি

(D) ক্রিকেট ম্যাচ দ্যাখেনি ।

Ans: (C) জলজ্যান্ত লেখক দ্যাখেনি

তপনের নতুন মেসোমশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন –

(A) ছোটোমামাদের মতোই

(B) মা – মাসিদের মতোই

(C) কাগজের সম্পাদকের মতোই

(D) সাংবাদিকদের মতোই

Ans: (A) ছোটোমামাদের মতোই

ঠিক ছোটোমামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল আড্ডা – তর্কের পর শেষপর্যন্ত ‘ এ দেশের কিছু হবে না ‘ বলে মেসোমশাই—

(A) ঘুমিয়ে পড়েন

(B) লিখতে বসেন

(C) সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান

(D) সিগারেট ধরান

Ans: (C) সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান

নতুন মেসোকে দেখে তপনের –

(A) জ্ঞানচক্ষু খুলে গেল

(B) দমবন্ধ হয়ে এল

(C) আনন্দ হল

(D) গলা বুজে এল

Ans: (A) জ্ঞানচক্ষু খুলে গেল

তপনের অবাক হওয়ার কারণ ছিল –

(A) সে কখনও মেসোমশাইকে দ্যাখেনি

(B) সে কখনও কোনো লেখককে দ্যাখেনি

(C) সে নিজে গল্প লিখে ফেলেছিল

(D) তার গল্প ছাপা হয়েছিল

Ans: (B) সে কখনও কোনো লেখককে দ্যাখেনি

‘ এবিষয়ে সন্দেহ ছিল তপনের । — তপনের সন্দেহের বিষয়টি হল –

(A) লেখকরা ভারি অহংকারী হয় ।

(B) ছোটোমাসির বিয়েতে আদৌ কোনো ঘটা হয়েছিল কিনা

(C) নতুন মেসোমশাই প্রকৃতই একজন লেখক কিনা

(D) লেখকরা তপনের বাবা , ছোটোমামা বা মেজোকাকুর মতো সাধারণ মানুষ

Ans: (D) লেখকরা তপনের বাবা , ছোটোমামা বা মেজোকাকুর মতো সাধারণ মানুষ

তপন মূলত মামার বাড়ি এসেছে—

(A) গরমের ছুটি উপলক্ষ্যে

(B) পুজোর ছুটি কাটাতে

(C) বিয়েবাড়ি উপলক্ষ্যে

(D) ‘ সন্ধ্যাতারা ‘ – র প্রকাশ উপলক্ষ্যে

Ans: (C) বিয়েবাড়ি উপলক্ষ্যে

‘ তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন ক’দিন ।’— মেসোর শ্বশুরবাড়িতে এসে থাকার কারণ

(A) তাঁর গরমের ছুটি চলছিল

(B) তাঁর সেখানে কাজ ছিল

(C) তিনি নিরিবিলিতে গল্প লিখতে চেয়েছিলেন

(D) তপন তাঁকে থাকতে অনুরোধ করেছিল

Ans: (A) তাঁর গরমের ছুটি চলছিল

‘ জ্ঞানচক্ষু ‘ গল্পে গরমের ছুটি চলছিল—

(A) তপনের

(B) ছোটোমাসির

(C) ছোটোমেসোর

(D) তপন ও ছোটোমেসোর

Ans: (C) ছোটোমেসোর

তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন—

(A) রাজনীতিবিদ

(B) চিকিৎসক

(C) সম্পাদক

(D) অধ্যাপক

Ans: (D) অধ্যাপক

আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন … এখানে যে – সুযোগের কথা বলা হয়েছে , তা হল—

(A) মামার বাড়িতে থাকার সুযোগ

(B) গল্প লেখার সুযোগ

(C) জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ

(D) ছুটির সুযোগ

Ans: (C) জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ

“ আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন যা দেখতে পাচ্ছে , তা হল –

(A) গল্প লেখা কত কঠিন

(B) চেনাজানা না থাকলে গল্প ছাপানো যায় না

(C) নতুন মেসোমশাই ভারি ঘুমকাতুরে

(D) লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়

Ans: (D) লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়

তপন প্রথম কী লিখেছিল ?

(A) গল্প

(B) উপন্যাস

(C) প্রবন্ধ

(D) কবিতা

Ans: (A) গল্প

তপনের লেখা ছোটোমেসোর হাতে পৌঁছে দেয়—

(A) তপন নিজেই

(B) তপনের মা

(C) তপনের ছোটোমামা

(D) তপনের ছোটোমাসি

Ans: (D) তপনের ছোটোমাসি

Download মাধ্যমিক বাংলা সাজেশন 2024 PDF

Free Download
Welcome to 1PDF!